ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জের হরিগবিন্দপুর গ্রামে বিয়ের অনুষ্টানে বিদ্যুতের লাইন বিছিন্ন না করায় বিদ্যুৎস্পষ্টে আদন নামের ৭ বছরের এক শিশু মার্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছে । আদন উপজেলার সুন্দরপুর গ্রামের প্রবাসি সাইদুর রহমান খান রনির ছেলে।
নিহতের চাচা ইব্রাহীম খান জানায়, আদনের বাবা রনি বিদেশ যাওয়ার পর থেকে মা রুমা খাতুন হরিগবিন্দপুর গ্রামে বাবা বাড়িতেই থাকেন। গত সোমবার হরিগবিন্দপুরে আদনের খালার বিয়ের অনুষ্টানে ফ্যান চালানোর জন্য বিদ্যুতের লাইন নিয়েছিল।
অনুষ্টান শেষ হলেও বিদ্যুতের লাইন বিছিন্ন না করায় মঙ্গলবার সকালে শিশু আদন অসাবধানতা বসত প্লাগের মধ্যে আঙ্গুল দিলে বিদ্যুৎস্পষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ(ওসি) ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments

Powered by Blogger.