কালীগঞ্জে বিড়ি ভোক্তাদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
বিড়ির উপর বৈষম্যমুলক অতিরিক্তি শূল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিড়ি ভোক্তাদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বাড়ির সামনে আধাঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা সমিতির বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি লিমন হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সদস্য নাসির খান, ইউনুস আলী, হাফিজুর রহমান, আব্দুর রউফ প্রমুখ।
মানবববন্ধন কর্মসূচী থেকে দাবি জানানো হয় বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, বিদেশী সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংসের পায়তারা বন্ধ করা, বিডি যেন কম মুল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজাই রাখ, প্রতি বছর বাজেটে বিড়ি-সিগারেটের কর বৈষম্য দুর করা।

No comments

Powered by Blogger.