ঝিনাইদহে বিড়ির উপর শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার দুপুরে শহরের চাকলাপাড়ায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি এমপির বাসভবনের সামনে এ কর্মসূচী পালন করে বিড়ি ভোক্তা পক্ষ। এ সময় ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি বজলু শেখ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সদস্য নওরোজ হোসেন, লোকমান হোসেনসহ ভোক্তরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

No comments

Powered by Blogger.