ইবির বৃষ্টিস্নাত ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার গাছগুলি যেন লাল মুকুট মাথায় পরীহিত প্রহরী
মোঃ তরিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সৃষ্ট নিম্নচাপে গুড়ি গুড়ি বৃষ্টিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে অনেকটাই বৃষ্টিস্নাত, নীরব আর কোলাহলহীন শান্ত পরিবেশ বিরাজ করেছে৷ আজ শনিবার সকাল থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিতে সারাদিনের পরিবেশ ছিল এমনই৷আর কৃষ্ণচূড়ার গাছগুলি প্রহরীর মত দাড়িয়ে আছে সমগ্র ক্যাম্পাস জুড়ে, ওদিকে দৃষ্টি দিলে মনে হবে যেন তারা লাল মুকুট পরিধান করেছে৷ গ্রীষ্মের এই সময়ে ক্যাম্পাসকে করেছে ফুলে ফুলে সুশোভিত৷তাছাড়া বৃষ্টিতে গাছের নিচে ঝরে পড়া ফুলগুলি যেন লালা গালিচার মত দেখতে৷
বৃষ্টিভেজা এই দিনে ক্যাম্পাস ঘুরে অবলোকন হল এমনি অপরূপ সৌন্দর্য৷ ক্যাম্পাসে প্রবেশের মুখেই পড়বে শান বাধানো চত্বরে কৃষ্ণচূড়ার ডালি ৷ পথ চলতে চলতে দেখা মিলবে প্রশাসন ভবনের দুই প্বার্শে দুটি, কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে-পিছনে সাতটি, জিমনেসিয়ামের সামনে একটি, মেডিকেল সেন্টারের দক্ষিণ প্বার্শে একটি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের পশ্চিমে একটি, ফজিলতুন্নেছা মুজিব হলের সামনে একটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরঘাটে একটিসহ অসংখ্য গাছ ছড়িয়ে ছিটিয়ে ক্যাম্পাসকে রঙিন করে রেখেছে এই কৃষ্ণচূড়ার ফুলের ডালি৷
গ্রীষ্মের ছুটিতে ক্লাস বন্ধ হলেও চলছে পরীক্ষা কার্যক্রম, বিশেষ করে ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯শিক্ষাবর্ষের অনেক বিভাগেই চলছে ক্লাস,পরীক্ষা, ক্লাস টেস্ট আর ল্যাব ট্রায়াল৷ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেল, আজ পরীক্ষা, ক্লাস, টিউটোরিয়াল চলছে বিভিন্ন বিভাগে৷ বিশেষ করে ফার্মেসি, বায়োটেকনোলজি ও জেনেটিকস ইন্জিনিয়ারিং, ইনফরমেশন ও কমিউনিকেশন ইন্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যান বিভাগে ৷ মেঘলা পরিবেশে শিক্ষার্থীদের বাইরে চলাফেরা ছিল সীমিত৷
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের পশ্চিমের সিড়ির পাশের জানালা দিয়ে উকি দিলে দেখা যায় ভবনের পাশের রাস্তাটি যেন লাল গালিচা বিছানো ,বৃষ্টিতে ঝড়ে পড়া ফুলগুলিই পথটির এই রূপ দিয়েছে ৷ ফটোস্ট্যাটের দোকানে ফটোকপি করতে আসা অনেক ফটোপ্রেমিক ফটো তুলছিল মনের সুখে, বৃষ্টিস্নাত ক্যাম্পাসে সে এক দারুণ অনুভূতি৷
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সৃষ্ট নিম্নচাপে গুড়ি গুড়ি বৃষ্টিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে অনেকটাই বৃষ্টিস্নাত, নীরব আর কোলাহলহীন শান্ত পরিবেশ বিরাজ করেছে৷ আজ শনিবার সকাল থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিতে সারাদিনের পরিবেশ ছিল এমনই৷আর কৃষ্ণচূড়ার গাছগুলি প্রহরীর মত দাড়িয়ে আছে সমগ্র ক্যাম্পাস জুড়ে, ওদিকে দৃষ্টি দিলে মনে হবে যেন তারা লাল মুকুট পরিধান করেছে৷ গ্রীষ্মের এই সময়ে ক্যাম্পাসকে করেছে ফুলে ফুলে সুশোভিত৷তাছাড়া বৃষ্টিতে গাছের নিচে ঝরে পড়া ফুলগুলি যেন লালা গালিচার মত দেখতে৷
বৃষ্টিভেজা এই দিনে ক্যাম্পাস ঘুরে অবলোকন হল এমনি অপরূপ সৌন্দর্য৷ ক্যাম্পাসে প্রবেশের মুখেই পড়বে শান বাধানো চত্বরে কৃষ্ণচূড়ার ডালি ৷ পথ চলতে চলতে দেখা মিলবে প্রশাসন ভবনের দুই প্বার্শে দুটি, কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে-পিছনে সাতটি, জিমনেসিয়ামের সামনে একটি, মেডিকেল সেন্টারের দক্ষিণ প্বার্শে একটি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের পশ্চিমে একটি, ফজিলতুন্নেছা মুজিব হলের সামনে একটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরঘাটে একটিসহ অসংখ্য গাছ ছড়িয়ে ছিটিয়ে ক্যাম্পাসকে রঙিন করে রেখেছে এই কৃষ্ণচূড়ার ফুলের ডালি৷
গ্রীষ্মের ছুটিতে ক্লাস বন্ধ হলেও চলছে পরীক্ষা কার্যক্রম, বিশেষ করে ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯শিক্ষাবর্ষের অনেক বিভাগেই চলছে ক্লাস,পরীক্ষা, ক্লাস টেস্ট আর ল্যাব ট্রায়াল৷ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেল, আজ পরীক্ষা, ক্লাস, টিউটোরিয়াল চলছে বিভিন্ন বিভাগে৷ বিশেষ করে ফার্মেসি, বায়োটেকনোলজি ও জেনেটিকস ইন্জিনিয়ারিং, ইনফরমেশন ও কমিউনিকেশন ইন্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যান বিভাগে ৷ মেঘলা পরিবেশে শিক্ষার্থীদের বাইরে চলাফেরা ছিল সীমিত৷
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের পশ্চিমের সিড়ির পাশের জানালা দিয়ে উকি দিলে দেখা যায় ভবনের পাশের রাস্তাটি যেন লাল গালিচা বিছানো ,বৃষ্টিতে ঝড়ে পড়া ফুলগুলিই পথটির এই রূপ দিয়েছে ৷ ফটোস্ট্যাটের দোকানে ফটোকপি করতে আসা অনেক ফটোপ্রেমিক ফটো তুলছিল মনের সুখে, বৃষ্টিস্নাত ক্যাম্পাসে সে এক দারুণ অনুভূতি৷
No comments