ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র নাফিস ইকবাল সৃজনলীশ মেধা অন্বেষন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। সোমবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠকের কাছ থেকে পুরস্কার গ্রহন করে। এছাড়াও প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। ২০১৯ সালে ঝিনাইদহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও বিজয়ফুল জাতীয় সংগীত প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম স্থান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০১৯ সালের স্কুল জাতীয় সংগীত সদর উপজেলায় প্রথম স্থান ও পর পর ৩ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান হিসেবে নির্বাচিত।
এর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাফিস ইনতিসার প্রধানমন্ত্রীর নিকট থেকে সনদপত্র গ্রহণ করেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৮’শ শিক্ষার্থী ও ৪২ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।






No comments

Powered by Blogger.