ঝিনাইদহ কালীগঞ্জে সপ্তাহ ব্যাপী “ ভূমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা
স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাদহের কালীগঞ্জ উপজেলায় সপ্তাহ ব্যাপী শুরু হলো “ ভূমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা- ২০১৯”। এই উপলক্ষে বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা চত্তর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্তর অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সূর্বণা রানী সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। উপজেলা ভ’মি অফিসের আযোজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইচ-চেয়ারম্যান শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভ’মি) জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রেজাসহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুলের স্কাউট দল এবং দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।
No comments