স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক হলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা


ঝিনাইদহ প্রতিনিধি-
পদোন্নতি পেয়ে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালকের দ্বায়িত্ব পেলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি আদেশে পদোন্নতি লাভ করে রোববার তিনি খুলনায় যোগদান করেন।
এর আগে ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে সততার সাথে দ্বায়িত্ব পালন করেন।
ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ার বাসিন্দা এই কৃতি সন্তান ১৯৯১ সালে বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগে যোগদান করেন। এরপর সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুরে সুনামের সাথে তার দ্বায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। ডা: রাশেদা সুলতানার এই পদোন্নতীতে খুশি ঝিনাইদবাসী। জেলার নানা শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে খুলনা বিভাগের স্বাস্থ্য খাত সেবায় আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করেছেন। উল্লেখ্য, এর আগে ডা: রাশেদা সুলতানা উপ-পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

No comments

Powered by Blogger.