কালীগঞ্জে ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পেল কৃষি উপকরণ
ঝিনাইদহের কালীগঞ্জে ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে জনপ্রতি কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২৫ কেজি রাসায়নিক সার দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে খরিফ-১/ ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, জনপ্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ ও ২৫ কেজি করে সার পেয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথির এমপি আনোয়ারুল আজীম আনার কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে খরিফ-১/ ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, জনপ্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ ও ২৫ কেজি করে সার পেয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথির এমপি আনোয়ারুল আজীম আনার কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে তুলে দেন।
No comments