শৈলকুপায় বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে ওই ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে ওই ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
No comments