কালীগঞ্জে বাই-সাইকেল, শিক্ষা উপকরণসহ নানা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩’শ বেঞ্চ, অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য ১০ টি সেলাই মেশিন ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে উপজেলা হাসপাতালকে প্রতিষেধক ভ্যাকসিন বিতরন করা হয়েছে। সরকারের এডিবির অর্থায়নে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এগুলো বিতরন করা হয়।
এ মালামাল বিতরনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, প্রকৌশলী সানাউল হক,প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ডাঃ অরুন কুমার, ইউ.পি চেয়ারম্যান নাসির চৌধুরী, নজরুল ইসলাম ছানা, সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবুপড়দ বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,নারীকর্মি ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.