ঝিনাইদহে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী আর্ন্তজাতিক ফোকলোর সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি চতুর্থ আর্ন্তজাতিক ফোকলোর সম্মেলন। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন, সদর পৌরসভা এবং বাংলাদেশ ফোকলোর গবেষনা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ ও ভারতের লৌকিক সংগঠনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, আমেরিকা ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ফোকলোর গবেষক প্রতিনিধিরা অংশ নেবে।
এ উপলক্ষে আগামী শুক্রবার সকাল ১০ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। প্রথম দিনের কর্মসুচিতে আছে শহরের জোহান ড্রিম ভেলি পার্কে একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিন অনুষ্ঠান হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেদিন শোভাযাত্রা, একাডেমিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এ সম্মেলন।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি চতুর্থ আর্ন্তজাতিক ফোকলোর সম্মেলন। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন, সদর পৌরসভা এবং বাংলাদেশ ফোকলোর গবেষনা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ ও ভারতের লৌকিক সংগঠনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, আমেরিকা ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ফোকলোর গবেষক প্রতিনিধিরা অংশ নেবে।
এ উপলক্ষে আগামী শুক্রবার সকাল ১০ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। প্রথম দিনের কর্মসুচিতে আছে শহরের জোহান ড্রিম ভেলি পার্কে একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিন অনুষ্ঠান হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেদিন শোভাযাত্রা, একাডেমিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এ সম্মেলন।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
No comments