কালীগঞ্জে ভোরের ডাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার:
কেক কেটে আর মিষ্টিমুখ করার মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই কেক কাটা হয়। এরপর একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে মিষ্টিমুখ করানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম.শাহজাহান আলী সাজু, সাংবাদিক আজাদ রহমান, সোলাইমান হুসাইন, আনিচুর রহমান মিঠু মালিতা, মিজানুর রহমান, রবিউল ইসলাম, ইকবাল হুসাইন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভোরের ডাক পত্রিকার স্থানিয় প্রতিনিধি এমানুল হক সিদ্দীক।
অনুষ্ঠানে ভোরের ডাক পত্রিকায় সাফল্যের সঙ্গে ২৮ বছর দায়িত্ব পালন করায় পত্রিকাটির সকলকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি আগামী দিনে আরো বেশি দায়িত্বের সঙ্গে কাজ করবে সেই প্রত্যাশা জানানো হয়।
No comments