কালীগঞ্জে অভিনব প্রতারনার মাধ্যমে আলমসাধু ছিনতাই
এম শাহজাহান আলী সাজু: ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব প্রতারনার মাধ্যমে একটি আলমসাধু ছিনতাই হয়েছে। সোমবার বিকেলে শহরের কোটচাঁদপুর সড়কে একটি স‘মিলের সামনে এ ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের হাটফাজিলপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মায়াজ আহম্মেদ জানান, সোমবার দুপুরে এক ব্যাক্তি নিজেকে পুলিশ আফিসার পরিচয় দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কালীগঞ্জ থেকে বাসা-বাড়ির মালামাল আনা হবে মর্মে একটি আলমসাধু গাড়ি চুক্তি করে দেবার কথা বলে। পুলিশ পরিচয় পেয়ে মায়াজ তার কথায় সাড়া দিয়ে বাজারে থাকা হাটগোপাল পুর এলাকার আলমসাধু চালক কাজলকে ১৪শত টাকা চুক্তি করে দেয়। সে মোতাবেক কথিত পুলিশ অফিসারের দেয়া অপর এক ব্যক্তিকে নিয়ে কাজল কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কে একটি স‘মিলের পাশের একটি বাড়ির সামনে বিকাল চারটার সময় আসে। এসময় সাথে থাকা ওই ব্যাক্তি চালক কাজলকে জানাই গাড়িতে মালামাল তুললে ভেঙ্গে যাবে তাই পাটের বস্ত প্রয়োজন। তিনি গাড়ি রেখে চালক কাজলকে সাথে নিয়ে শহরে বস্তা কিনতে যান। বস্তা ক্রয় করে ফেরার পথে ওই ব্যক্তি হাটেলে খাবারের জন্য যায় এবং তাকে তাড়া তাড়ি গাড়ির নিকট যেতে বলে। কাজল গিয়ে তার গাড়ি না দেখতে পেয়ে দ্রত হোটেলে ওই ব্যক্তির নিকট আসলেও ততক্ষন তিনি চম্পট দেন। আলমসাধু চালক কাজল জানান, অভিনব প্রতারনার মাধ্যমে তার গাড়ি ছিনাতাই করা হয়েছে।
ঝিনাইদহের হাটফাজিলপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মায়াজ আহম্মেদ জানান, সোমবার দুপুরে এক ব্যাক্তি নিজেকে পুলিশ আফিসার পরিচয় দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কালীগঞ্জ থেকে বাসা-বাড়ির মালামাল আনা হবে মর্মে একটি আলমসাধু গাড়ি চুক্তি করে দেবার কথা বলে। পুলিশ পরিচয় পেয়ে মায়াজ তার কথায় সাড়া দিয়ে বাজারে থাকা হাটগোপাল পুর এলাকার আলমসাধু চালক কাজলকে ১৪শত টাকা চুক্তি করে দেয়। সে মোতাবেক কথিত পুলিশ অফিসারের দেয়া অপর এক ব্যক্তিকে নিয়ে কাজল কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কে একটি স‘মিলের পাশের একটি বাড়ির সামনে বিকাল চারটার সময় আসে। এসময় সাথে থাকা ওই ব্যাক্তি চালক কাজলকে জানাই গাড়িতে মালামাল তুললে ভেঙ্গে যাবে তাই পাটের বস্ত প্রয়োজন। তিনি গাড়ি রেখে চালক কাজলকে সাথে নিয়ে শহরে বস্তা কিনতে যান। বস্তা ক্রয় করে ফেরার পথে ওই ব্যক্তি হাটেলে খাবারের জন্য যায় এবং তাকে তাড়া তাড়ি গাড়ির নিকট যেতে বলে। কাজল গিয়ে তার গাড়ি না দেখতে পেয়ে দ্রত হোটেলে ওই ব্যক্তির নিকট আসলেও ততক্ষন তিনি চম্পট দেন। আলমসাধু চালক কাজল জানান, অভিনব প্রতারনার মাধ্যমে তার গাড়ি ছিনাতাই করা হয়েছে।
No comments