ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা দাখিল মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা দাখিল মাদ্রাসা ময়দানে শনিবার সন্ধ্যায় এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যপক মুনজুরুর রহমানের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আলহাজ্ব মো: আব্দুল মালেক জিহাদী,দ্বিতীয় বক্তা হিসাবে তাফসির পেশ করেণ প্রখ্যাত মোফাচ্ছিওে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ত্ব মাওলানা রুহুল আমিন খতিব,উপজেলা পরিষদ জামে মসজিদ ও সভাপতি জাতীয় মোফাচ্ছির পরিষদ, ঝিনাইদহ, আরও ওয়াজ করেছেন মাওলানা শহিদুজ্জামান সুপার পাতবিলা দাখিল মাদ্রাসা কালীগঞ্জ ঝিনাইদহ,ও স্থানীয় ওলামায়ে একরামগণ।

No comments

Powered by Blogger.