ঝিনাইদহ প্রেসক্লাবে দৈনিক আমাদের সময়ের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
*ঝিনাইদহে দৈনিক আমাদের সময় পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে প্রেসক্লাবে এসে শেষ হয়।এর পরে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে কেক কাঁটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলার পুলিশ সুপার হাসানুজ্জামান,জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, রেব পরিচালক মো মাসুদ, নিজামউদ্দীন জোয়াদ্দার ও ঝিনাইদহ দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। কালীগঞ্জ প্রতিনিধি মানিক ঘোষ সহ ঝিনাইদহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক।
ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন সংবাদপত্র জাতির বিবেক।দৈনিক আমাদের সময় দেশের অত্যান্ত জনপ্রিয় পত্রিকা।
আশা করি আগামীতে দেশের কল্যানে এই পত্রিকা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। আমি দৈনিক আমাদের সময়ের একজন পাঠক।
জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) বলেছেন আমি নিয়মিত আমাদের সময় পড়ি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ে আমরা সব সময় করবো।আপনারা সকলে আমাদের পাশে থাকবেন।


No comments

Powered by Blogger.