ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
গ্রাম ও শহরের শিক্ষার বৈষম্য নিরসন এবং তৃণমুল পর্যায় থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী শহরের শিশু একাডেমী মিলনায়তনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সহকারী জেলা শিক্ষা অফিসার তাসলিমা খাতুন, সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এ কে এম ফয়সানুল কবির।
প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলা থেকে ৭২ জন শিক্ষার্থী ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ে প্রতিযোগিতা করে। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ ১২ জনকে সদনপত্র প্রদাণ করা হয়।
গ্রাম ও শহরের শিক্ষার বৈষম্য নিরসন এবং তৃণমুল পর্যায় থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী শহরের শিশু একাডেমী মিলনায়তনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সহকারী জেলা শিক্ষা অফিসার তাসলিমা খাতুন, সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এ কে এম ফয়সানুল কবির।
প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলা থেকে ৭২ জন শিক্ষার্থী ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ে প্রতিযোগিতা করে। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ ১২ জনকে সদনপত্র প্রদাণ করা হয়।
No comments