ঝিনাইদহে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি:
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা।
শুক্রবার বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, প্রবীণ রাজনীতিবিদ মনোয়ার হোসেন, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। মেলায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের ১২ টি স্টল স্থান পেয়েছে।

No comments

Powered by Blogger.