ঝিনাইদহে ২৫’শে মার্চের কালরাত্রি স্মরণে আলোর মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি-
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোর মিছিল করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় ৭ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে দিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, নিশচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লালসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.