ঝিনাইদহে কৃষি ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ ও আমানত হিসাব খোলা কর্মসূচী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:
স্বচ্ছতা ও জবাবদিহীতার স্বাথে, দুর্নীতি ও অনিয়ম মুক্ত রেখে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আমানত হিসাব খোলা কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি বাংলাদেশ কৃষি ব্যাংক সদর উপজেলার কাস্টসাগরা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এসময় কৃষি ব্যাংক ঝিনাইদহ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এনায়েত করিম, কাস্টসাগরা শাখার ব্যবস্থাপক খান মোঃ আবুল কালাম, সেকেন্ড অফিসার আবু দাউদ মোঃ নুর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।ব্যবস্থাপক খান মোঃ আবুল কালাম জানান, মসলা জাতীয় ফসল চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষকদের মাঝে ৪% সুদে ঋণ বিতরণ ও হতদরিদ্র প্রান্তিক চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাবলম্বী করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে কোন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদাণ করা হয়। এসময় আর্থিক লেনদেন করার সুবিধার্থে ১০২ জন ব্যক্তিদের চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা হয়। এর মধ্যে ১৮ জন কৃষকের মাঝে ১৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
No comments