ঝিনাইদহের সাংস্কৃতিক সংগঠক ও কর্মীদের সাথে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠক ও কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. আব্দুর রশিদ।
সোমবার রাত ৯ টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সমাজসেবক খন্দকার হাফিজ ফারুক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টুসহ সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. আব্দুর রশিদ ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় সাংস্কৃতিক কর্মীরা প্রার্থীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.