ঝিনাইদহে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুচন্দন মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুস সোবহান।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী শৈলকুপা উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ৩০ জন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ফুটবল খেলোয়াড় ও শৈলকুপা ফুটবল একাডেমিরর কোচ স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল প্রশিক্ষণের কার্যক্রম অব্যহত রাখার জন্য জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে প্রধান অতিথির হাত দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয় ।









No comments

Powered by Blogger.