ঝিনাইদহে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ড. কে আহাম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মহিউদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজা, বশির উদ্দিন, সচিব মোস্তাক আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা বদর উদ্দিন আহম্মেদ, ব্র্যাক কর্মকর্তা একরাম হোসেন, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনিটর এনামুল হক। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ঝিনাইদহ পৌরসভা ও ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় শহরের বিভিন্ন কমিউনিটির ৮৪ জন শিক্ষার্থীকে তাদের প্রয়োজন অনুসারে স্কুল ব্যাগ, ড্রেস, খাতাকলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।
No comments