ঝিনাইদহে স্কুল স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে সারা দেশের ন্যায় ঝিনাইদহেও অনুষ্ঠিত হচ্ছে স্কুল স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেছে শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে। জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ জানান, ভোটগ্রহণের সময় শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে ব্যাপক ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিটি প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে ১ জন প্রধান এবং ৬ জন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট গঠন করবে। জেলার ৬ টি উপজেলার ২’শ ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯০ টি মাদ্রাসায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে সারা দেশের ন্যায় ঝিনাইদহেও অনুষ্ঠিত হচ্ছে স্কুল স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করেছে শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে। জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ জানান, ভোটগ্রহণের সময় শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে ব্যাপক ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিটি প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে ১ জন প্রধান এবং ৬ জন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট গঠন করবে। জেলার ৬ টি উপজেলার ২’শ ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯০ টি মাদ্রাসায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
No comments