মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি গোলাম রসুল,সম্পাদক শরিফুল ইসলাম


স্টাফ রিপোর্টার:
দক্ষিণাঞ্চলের  অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। এখানে ১১ টি পদের জন্য মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় আগেই সভাপতি পদে গোলাম রসুল ও প্রশাসন, হিসাব বিভাগের সদস্য পদে সাইদুর রহমান পিকু ও ইক্ষু বিভাগে আনছার আলী ও মহিউদ্দীন আহম্মদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটিসূত্রে জানাগেছে, মোচিকের শ্রমিক কর্মচারী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮২৪। গতকাল শনিবার সকাল ৮ টা হতে ভোট গ্রহন শুরু হয়ে কোন রকমের বিরতি ছাড়াই বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচন পরিচালনা কমিটিসূত্রে আরো জানাগেছে, আগেই প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় সভাপতি পদে গোলাম রসুল ও প্রশাসন, হিসাব বিভাগের সদস্য পদে সাইদুর রহমান পিকু ও ইক্ষু বিভাগে আনছার আলী ও মহিউদ্দীন আহম্মদকে বিজয়ী ঘোষনা করা হয়। বাকি পদগুলোর জন্য গতকাল শনিবার অনুষ্ঠিত ভোটে সহ-সভাপতি পদে ফজের আলী, সাধারন সম্পাদক পদে শরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক পদে ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক পদে সায়েম বিশ্বাস, কোষাধাক্ষ্য পদে মশিয়ার রহমান, সাধারন সদস্য পদে গ্যারেজ ও পরিবহন বিভাগে নজরুল ইসলাম,এছাড়াও কারখানা বিভাগের ২ টি সদস্য পদের জন্য আক্তারুজ্জামান বাবু, রবিউল ইসলাম নবী বিজয়ী হয়েছেন।

No comments

Powered by Blogger.