কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এনামুল সড়ক দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার॥ ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বর্তমানে ঈশ্বরবা গ্রামের নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এনামুল হক সিদ্দিক জানান, বুধবার দুপুরে পেশাগত কাজে যাবার সময় শহরের প্রাণ কেন্দ্র দশতলা ভবনের সামনে একটি দ্রুতগামী চার্জার রিক্সা ক্রসিং এর সময় তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তার বাম পায়ে অঘাত লাগে। মারাত্বক আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহম্মেদ জানান, সাংবাদিক এনামুল হক সিদ্দিকের বাম পায়ের পাতা ও গোড়ালিতে চোট পেয়ে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্রামে থাকলে কয়েক দিনের মধ্যে সুস্থ্য হয়ে উঠবেন বলে তিনি জানান।
এদিকে, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম, শাহজাহান আলী সাজু সাধারন সম্পাদক গোলাম রসুল ও সহ সভাপতি সোলায়মান হোসাইন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঈশ্বরবা
গ্রামে তার বাড়িতে গিয়ে চিকিৎসার থোঁজ খবর নেন। সাংবাদিক নেতৃবৃন্দ তার সুস্থ্যতা কামনা করেন।






No comments

Powered by Blogger.