শৈলকুপায় শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী অবহেলিত উত্তর মির্জাপুর গ্রামের শিক্ষার্থীদের খেলার সামগ্রী দিয়েছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। সোমবার দুপুরে গ্রামের ১৫ জন শিক্ষার্থীর হাতে ফুটবল তুলে দেন তিনি। বল পেয়ে দারুন খুশি ওইসকল শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, এই প্রথম কেউ তাদের বল দিলেন। নিজেদের মধ্যে ১০ টাকা বা ২০ টাকা চাঁদা তুলে প্রতিবছর বল কিনতে হতো আমাদের। কিন্তু আজ আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসেছিলাম। তিনি আমাদের পছন্দমত খেলার সামগ্রী দিলেন। এতে দারুণ খুশি আমরা।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, শিক্ষার্থীদের শারিরীক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন। এছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক সমস্যা দুর করতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, উত্তর মির্জাপুর গ্রামের শিক্ষার্থীদের খেলার সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতে যদি তাদের আরও কিছু লাগে তাও দেওয়া হবে।
No comments