কালীগঞ্জ পৌর উপ-নির্বাচন নৌকা প্রতিকের প্রার্থী আশরাফকে বিজয়ী করতে গ্রামবাসীদের একাত্বতা

স্টাফ রিপোর্টার :
নৌকার প্রার্থীর পক্ষে একজোট হওয়ার ঘোষনা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ৫ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর মধুগঞ্জ গ্রামবাসী। শনিবার বিকালে নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে আ’লীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফকে মেয়র পদে বিজয়ী করতে এক নির্বাচনী সমাবেশে গ্রামবাসীরা দু’হাত তুলে এ ঘোষনা দেন।
গ্রামবাসী আলহাজ¦ ফায়জুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভাতে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বলেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমি আপনাদেরই সন্তান, আমাকে আপনারা ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন। এবার নৌকার প্রার্থী আশরাফকেও ভোট দিয়ে জয়যুক্ত করতে আপনাদের কাছে বিনিত আহব্বান জানাচ্ছি। এমপি আনার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেই মেয়র পদে আশরাফকে নৌকা প্রতিক দিয়েছেন। তাই নেত্রীর কাছে আমার সন্মান অখুন্ন রাখতে আবারো আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
নির্বাচনী সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, আ’লীগ নেতা ওহিদুজ্জামান ওদু, মাসুদুর রহমান মন্টু, মোচিকের সিবিএ নেতা গোলাম রসুল, গ্রামবাসী মোচিকের সাবেক সিআইসি আজিজুর রহমান, আবু জাফর, শিবুপদ বিশ^াস, ডাঃ মতিয়ার রহমান ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ।



No comments

Powered by Blogger.