শৈলকুপায় এমপি আব্দুল হাইকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চারবারের নির্বাচিত এমপি আব্দুল হাইকে সংবর্ধনা প্রদান করে। শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -১ শৈলকুপা আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সভাপতিত্ব করেন সাবেক উপজেলা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, বিশেষ অতিথী ছিলেন সাবেক জেলা কমান্ডার মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশরাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরীন লিপি। সাবেক উপজেলা কমান্ডার রহমত আলী মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার গোলাম রইচ মুক্তিযোদ্ধা সন্তান স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী মাসুদুজ্জামান বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে, চার বারের নির্বাচিত এমপি আব্দুল হাই এর মন্ত্রীত্ব ও ঝিনাইদহ জেলায় রেল লাইনের দাবি করেন।

No comments

Powered by Blogger.