ঝিনাইদহে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার :‘চলো যাই যুদ্ধে, মাদক ও জঙ্গির বিরুদ্ধে’ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় কালীগজ্ঞ মেইন বাস স্ট্যান্ডে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি, মোচিক সমবায় সমিতি ও পৌর মহিলা সমিতিরউদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ 
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইউনুচ আলী, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল অন্যান্যের মধ্যে বক্তব্রাখেন শ্রমিক নোতা গোলাম রসুল কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা প্রমুখ। সমাবেশ থেকে কালীগঞ্জ উপজেলাকে মাদক ও জঙ্গিমুক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

No comments

Powered by Blogger.