ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অংকুর নাট্য একাডেমী কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অংকুর নাট্য একাডেমীর সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এসএস টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন নাট্যকর সাইফুল ইসলাম, সুজন আলী, অংকুরের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আজীবন সদস্য মীর আব্দুল মান্নান, খসরুজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে আগামী বুধবার পর্যন্ত। এতে অংকুর নাট্য একাডেমীর ৩০ জন অভিনয় শাখার শিল্পীরা প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ প্রদান করবেন ভারতের- রবীন্দ্র নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য ও হাওড়া-থিয়েটার ওয়ার্কার্স রেপারটারীর প্রতিষ্ঠাতা সম্পাদক সৌরভ চট্টোপাধ্যায়।

No comments

Powered by Blogger.