ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
তৃণমুল পর্যায় থেকে হকি খেলোয়াড়দের তুলে নেওয়ার উদ্দেশ্যে ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, প্রশিক্ষক জামাল হোসেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে মাসব্যাপি। এতে জেলার বিভিন্ন উপজেলার ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণ প্রদাণ করবেন হকি প্রশিক্ষক জামাল হোসেন।

No comments

Powered by Blogger.