কালীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকালে শহরের মেইন বাসষ্টান্ডে ভাসমান ক্যাম্পে শিশুদের ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার। পৌরসভার ২ নং প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মুক্তার হোসেন, আনোয়ার হোসেন, মার্জেদ আলী, মহিলা কাউন্সির আন্জুমান আরা, পৌর সভার স্যানিটারী কর্মকর্তা আলমগীর কবির ও গনমাধ্যম কর্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, দিন ব্যাপি পৌর এলাকায় ৪১ টি স্থানে ক্যাম্পের মাধ্যমে ৩ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

No comments

Powered by Blogger.