ঝিনাইদহে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন



ঝিনাইদহ প্রতিনিধি-
আপনার রক্তদানে সুস্থ হোক আরএকটি জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী পালন করেন অবদান রক্তদান কেন্দ্র নামের একটি সংগঠন।
প্রাইম সমাজ কল্যাণ সংস্থা স্মার্ট হেলথ সার্ভিসের সহযোগিতায় এতে সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। এসময় অবদান রক্তদান কেন্দ্রের সভাপতি তারেক হোসেন পল্লব ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগ, প্রাইম সমাজ কল্যাণ সংস্থা স্মার্ট হেলথ সার্ভিস প্রকল্পের চেয়ারম্যান শামীম হোসেন, পরিচালক (প্রশাসন) খোরশেদ আলম, কাজী মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম, আল সানী, মনিরুজ্জামান, মেহেদি হাসান, শামীম হোসেন, সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ১’শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

No comments

Powered by Blogger.