ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন আনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ^াস, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ সাদেক আহমেদ খাঁন, মোঃ মোর্ত্তজা হোসেন, শেখ শফিকুল ইসলাম মঞ্জু ও আবু সাইদ বিশ^াস।
উল্লেখ্য, দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শহরের পানি উন্নয়ণ বোর্ড মাঠ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক পদে আশরাফুরজামান খোকন, কার্যকরী-সভাপতি পদে এস এম আবু সাইদ, সহ-সভাপতি পদে অলিউর রহমান, আমির ফয়সাল মহব্বত ও রেজাউল করিম, বিনা প্রতিদ্বন্দীতায় যুগ্ম-সম্পাদক পদে মিজানুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পদক আতিয়ার রহমান ও আত্তাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে, মতিয়ার রহমান, সহ-সাংগঠনিক পদে আলম শেখ, বিনা প্রতিদ্বন্দীতায় দপ্তর সম্পাদক পদে টুলু বিশ^াস চুন্নু, প্রচার সম্পাদক পদে গোলাম মোস্তফা ডাবলু, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মিজানুর রহমান, শ্রমকল্যান সম্পাদক পদে সুমন ব্যানা, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম, সড়ক সম্পাদক পদে জাহাঙ্গির হোসেন, কার্যকরী সদস্য পদে আকবর হোসেন, আব্দুল বারিক, পলাশ কুমার বসু, লিটন মিয়া, মনিরুল ইসলাম ও মশিয়ার রহমান। ১ ফ্রেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ২হাজার ৯শ ৬২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নব-নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের সাধারণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



No comments

Powered by Blogger.