শপথ নেয়ার পর শিক্ষামন্ত্রী দীপু মনি যা বললেন
চিত্রা নিউজ ডেস্ক:
পাঁচ বছর পর মন্ত্রিসভায় ফেরা দীপু মনি শপথ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা, বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি সেই আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও প্রত্যাশা পূরণে আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। ’ তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী, এবারও প্রথম নারী হিসেবে শিক্ষামন্ত্রী হলেন। এ নিয়ে দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন যেভাবে করছেন, এটা এ দেশের জন্য দৃষ্টান্ত। নারীরা সিদ্ধান্তগ্রহণে সব সময়ই এগিয়ে। জাতীয় উন্নয়নে নারীরা এগিয়ে আসছে।’
No comments