ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পলন উপলক্ষে ৱ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের মেইন বাস টার্মিনালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, সাধারন সম্পাদক কাজি রিপন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল সহ স্থানীয় নেতা-কর্মীরা।
শিক্ষা শান্তি প্রগতি এ শ্লোগান নিয়ে সকালে শহরে বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করে এ ছাত্র সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারুল আজিম আনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকায় আমি মুগ্ধ। তিনি আরো বলেন, দেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। তাই ছাত্রলীগের ইতিহাসই হলো বাংলাদেশের ইতিহাস।
শিক্ষা শান্তি প্রগতি এ শ্লোগান নিয়ে সকালে শহরে বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করে এ ছাত্র সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারুল আজিম আনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকায় আমি মুগ্ধ। তিনি আরো বলেন, দেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। তাই ছাত্রলীগের ইতিহাসই হলো বাংলাদেশের ইতিহাস।
No comments