হরিণাকুন্ডুতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি:
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড়, একতারার মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী।
এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, এসআই রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, জলিল, এএসআই নাছির উদ্দীন, রামপ্রসাদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাচান” “মাদক বিক্রির টাকা কড়ি, ঝুলবে গলায় ফাঁসির দড়ি” “এসো নেশা চেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” “নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা” “পিতা-মাতার অবহেলা ও উদাসীনতা সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ, যেন না হয় সেদিকে সতর্ক থাকুন” “মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও মাদকস্পটের তথ্য দিন” জঙ্গী জীবন কোন ধর্মীয় জীবন নয়, এটা ইসলামের কলঙ্ক” “ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করি, নির্মল সমাজ গড়ি” “জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন” সহ আঠারোটি গুরুত্বপূর্ণ স্লোগান সম্বলীত লিফলেট চাকুরীজিবি, স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, গৃহীনিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করেন। সেসময় পুলিশ কর্মকর্তা লিফলেটে উল্লেখিত মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য প্রদানে জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয় সম্পর্কে অবহিত করার আহবান জানান।
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড়, একতারার মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী।
এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, এসআই রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, জলিল, এএসআই নাছির উদ্দীন, রামপ্রসাদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাচান” “মাদক বিক্রির টাকা কড়ি, ঝুলবে গলায় ফাঁসির দড়ি” “এসো নেশা চেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” “নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা” “পিতা-মাতার অবহেলা ও উদাসীনতা সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ, যেন না হয় সেদিকে সতর্ক থাকুন” “মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও মাদকস্পটের তথ্য দিন” জঙ্গী জীবন কোন ধর্মীয় জীবন নয়, এটা ইসলামের কলঙ্ক” “ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করি, নির্মল সমাজ গড়ি” “জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন” সহ আঠারোটি গুরুত্বপূর্ণ স্লোগান সম্বলীত লিফলেট চাকুরীজিবি, স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, গৃহীনিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করেন। সেসময় পুলিশ কর্মকর্তা লিফলেটে উল্লেখিত মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য প্রদানে জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয় সম্পর্কে অবহিত করার আহবান জানান।
No comments