বাকপ্রতিবন্ধী শিশুটির স্বজনের সন্ধান দিন


যশোর প্রতিনিধি।।
বাকপ্রতিবন্ধী শিশুটির স্বজনদের সন্ধান মিলছে না। তার আশ্রয় হয়েছে যশোর শিশু উন্নয়ন সংস্থায়।
মঙ্গলবার (৮ জানুয়ারী) যশোরের কেশবপুর থেকে আনুমানিক ৯ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ভবঘুরে অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন এক ব্যক্তি। পুলিশ ওই দিন শিশুটিকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত শিশুটিকে শহরতলীর পুলেরহাটস্থ শিশু উন্নয়ন কেন্দ্রে হেফাজতে রাখার নির্দেশ দেন।
এ ঘটনায় কেশবপুর থানায় গত ৮ তারিখে একটি সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নং- ৩০১। শিশুটির পরিবারের সন্ধান আবশ্যক। যোগাযোগঃ সহকারী পরিচালক, শিশু উন্নয়ন কেন্দ্র, যশোর। সেলফোন- ০১৯৩৩৮৪৭৪৫৭ অ্যাডভোকেট সালেহা বেগম, সেলফোন-০১৭১৭০১১৫৭

No comments

Powered by Blogger.