কোটচাঁদপুর মডেল থানার ওসি কে বদলি

তবিবুর রহমান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
হঠাৎ করেই বদলি হলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা। খুলনা রেঞ্জের সাতক্ষীরা জেলায় তাকে বদলি করা হয়েছে বলে জানা যায়।
বুধবার বিকাল ৪টার দিকে কোটচাঁদপুর মডেল থানায় ওসির বদলি একটি আদেশ পৌঁছালে সন্ধ্যার মধ্যেই তিনি নতুন কর্মক্ষেত্রের উদ্দেশ্য রওনা দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহউদ্দীন।
এর আগে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ স্বাক্ষরিত বদলির আদেশের একটি কপি কোটচাঁদপুর মডেল থানায় আসে।ওসি বিপ্লব কুমার সাহা ২০১৭ সালের ১৯ জানুয়ারী কোটচাঁদপুর মডেল থানায় যোগদান করেন। বিগত ২ বছর যাবত তিনি কোটচাঁদপুর থানার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন ও সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘœ এবং সুষ্ঠ পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন।



No comments

Powered by Blogger.