কোটচাঁদপুরে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি॥
ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের আয়োজনে “পুলিশই জনতা জনতাই পুলিশ” ও ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ স্লোগান কে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। রোববার সকাল ১১টায় থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে একই স্থানে এসে শেষ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দীন ও কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন এর নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলার সাফদারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি নওশের আলী নাসির, ইউপি চেয়ারম্যান মিজানুর খাঁ, আব্দুল হান্নান ও আব্দুল মতিন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এছাড়াও কোটচাঁদপুর পৌর পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম মওলা, থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু, এসআই সৈয়দ আলী, এসআই আব্দুল হাই সহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার থেকে শুরু হওয়া এ সেবা চলবে আগামী ২ই ফেব্রুয়ারি পর্যন্ত।



No comments

Powered by Blogger.