কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

তবিবুর রহমান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥
ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত ওসি কাজী কামাল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে কোটচাঁদপুর উপজেলার আইনশৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলেন। ওসি কামাল হোসেন মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক এস.আই ব্রজ বল্লভ সাধু। সাংবাদিক আজিজুল হক, এস.এম রায়হান উদ্দীন, সুমন মালাকার, সাইফুদ্দীন আহাম্মেদ, সুব্রত সরকার, মনোজ মালাকারসহ কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীরা।
উল্লেখ্য- বিদায়ী ওসি বিপ্লব কুমার সাহা গত ১৬ জানায়ারী সাতক্ষীরা জেলায় বদলির পর ওই দিন যশোর ঝিকরগাছা থানা হতে কোটচাঁদপুর থানায় যোগদান করেন ওসি কাজী কামাল হোসেন। সে নড়াইল জেলার লোহাগড়া উপঝেলার বাসিন্দা।



No comments

Powered by Blogger.