ঝিনাইদহের কালীগঞ্জে এস এস, সি ও দাখিল পরীক্ষা সুষ্ঠ, সুন্দর পরিবেশে পরিচালনার লক্ষ্যে এক আলোচনা সভা ও পৃথক পরীক্ষা পরিচালনা কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে এস এস, সি ও দাখিল পরীক্ষা ২০১৯ সুষ্ঠ, সুন্দর পরিবেশে পরিচালনার লক্ষ্যে মঙ্গলবার বৈকাল তিন টায় উপজেলা নির্বাহী আফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা ও পৃথক পরীক্ষা পরিচালনা কমিটি গঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন শাহা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অসক কুমার সরকার, একাডেমিক সুভার ভাইজার আব্দুল আলিম,সরকারী নলডাঙ্গা ভ’ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তুতা,শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুলহুদা,ওসি তদন্ত কালীগঞ্জ থানা আতিকুর রহমান, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদোরা আক্তার সহ বিভিন্ন স্কুর ও মাদ্রাসার প্রধান গণ।এবছর কালীগঞ্জ উপজেলায় এস, এস, সি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি কেন্দ্রে ৫০টি বিদ্যালয়,দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি কেন্দ্রে ২৬টি মাদ্রাসা।
সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হয়েছে পদাধিকার বলে উক্ত বিদ্যালয়ের প্রধান মিক্ষক মকবুল হোসেন তুতা,হল সুপার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন,সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব বিদোরা আক্তার, হল সুপার আ: সালাম প্রধান শিক্ষক নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব আজমল হোসেন টিপু,হল সুপার তপন ভট্টাচার্জ ,বারবাজার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব রফিকুল ইসলাম হল সুপার মমিনুর রহমান প্রধান শিক্ষক শমশের নগর মাধ্যমিক বিদ্যালয়,বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে সচিব প্রধান শিক্ষক আবেদা নাসরিন,হল সুপার এনাম ফারুক প্রধান শিক্ষক দিঘার পাড়া মাধ্যমিক বিদ্যালয়,বগের গাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব রিজাউল ইসলাম হল সুপার রমজান আলী সহকারী প্রধান শিক্ষক এম এম স্কুল ও কলেজ, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব খায়রুল ইসলাম প্রধান শিক্ষক রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়,হল সুপার গোলাম কিবরিয়া প্রধান শিক্ষক ভাটা ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। সোয়াইব নগর কামিল মাদ্রসা কেন্দ্রে সচিব অধ্যক্ষ মাও: নূরুল হুদা বেলাট দৌলত পুর আলিম মাদ্রসা কেন্দ্রে সচিব মাও: ওলিয়ার রহমান। উল্লেখ্য যে, প্রত্যেক কেন্দ্রে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ঠ একটি পরিচালনা কমিটি গঠণ করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে এস এস, সি ও দাখিল পরীক্ষা ২০১৯ সুষ্ঠ, সুন্দর পরিবেশে পরিচালনার লক্ষ্যে মঙ্গলবার বৈকাল তিন টায় উপজেলা নির্বাহী আফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা ও পৃথক পরীক্ষা পরিচালনা কমিটি গঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন শাহা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অসক কুমার সরকার, একাডেমিক সুভার ভাইজার আব্দুল আলিম,সরকারী নলডাঙ্গা ভ’ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তুতা,শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুলহুদা,ওসি তদন্ত কালীগঞ্জ থানা আতিকুর রহমান, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদোরা আক্তার সহ বিভিন্ন স্কুর ও মাদ্রাসার প্রধান গণ।এবছর কালীগঞ্জ উপজেলায় এস, এস, সি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি কেন্দ্রে ৫০টি বিদ্যালয়,দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি কেন্দ্রে ২৬টি মাদ্রাসা।
সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব হয়েছে পদাধিকার বলে উক্ত বিদ্যালয়ের প্রধান মিক্ষক মকবুল হোসেন তুতা,হল সুপার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন,সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব বিদোরা আক্তার, হল সুপার আ: সালাম প্রধান শিক্ষক নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব আজমল হোসেন টিপু,হল সুপার তপন ভট্টাচার্জ ,বারবাজার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব রফিকুল ইসলাম হল সুপার মমিনুর রহমান প্রধান শিক্ষক শমশের নগর মাধ্যমিক বিদ্যালয়,বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে সচিব প্রধান শিক্ষক আবেদা নাসরিন,হল সুপার এনাম ফারুক প্রধান শিক্ষক দিঘার পাড়া মাধ্যমিক বিদ্যালয়,বগের গাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব রিজাউল ইসলাম হল সুপার রমজান আলী সহকারী প্রধান শিক্ষক এম এম স্কুল ও কলেজ, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সচিব খায়রুল ইসলাম প্রধান শিক্ষক রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়,হল সুপার গোলাম কিবরিয়া প্রধান শিক্ষক ভাটা ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। সোয়াইব নগর কামিল মাদ্রসা কেন্দ্রে সচিব অধ্যক্ষ মাও: নূরুল হুদা বেলাট দৌলত পুর আলিম মাদ্রসা কেন্দ্রে সচিব মাও: ওলিয়ার রহমান। উল্লেখ্য যে, প্রত্যেক কেন্দ্রে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ঠ একটি পরিচালনা কমিটি গঠণ করা হয়।
No comments