ঝিনাইদহে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবার কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দন্ডদেশ প্রদাণ করেন। দন্ডিত ব্যক্তির নাম সলিম উদ্দিন।
আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে বাদপুকুরিয়া গ্রামে অষ্টম শ্রেনী পড়–য়া ১৫ বছর বয়সী এক মেয়েকে গোপনে বিয়ে দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাদপুকুরিয়া মসজিদের ইমাম মিজানুর রহমান ও বর আজিজুল (২১) পালিয়ে গেলে মেয়ের বাবা সলিম উদ্দিনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেয়ের বাবাকে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়।

No comments

Powered by Blogger.