মহেশপুরে মাদকদ্রব্যসহ ২ জন আটক


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদব্র্যসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়। আটককৃতরা হলো-মহেশপুরের যাদবপুর গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে খোকন বিশ্বাস ওরফে বানচা ও শমসের মন্ডলের ছেলে সানাউল মন্ডল।
রোববার সকালে এ অভিযান চালানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যাবদপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। এসময় ১’শ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশীমদসহ বানচাকে ও ২৫ বোতল ফেন্সিডিলসহ সানাউল মন্ডলকে আটক করা হয়। অভিযানে ৫৮ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় মহেশপুর থানায় আলাদা ২ টি মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.