কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আবারো বাঁচলো একটি মানুষের জীবন

নাজমুল হুদা:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর-মহেশপুর রোডস্থ সাবেক সাংসদ জনাব আব্দুল মান্নানের বাড়ির সামনে সোমবার ১০টায় মাইক্রো ও আলমশাদু গাড়ির সংঘর্ষে তিনজন আহত হন। আহত ব্যাক্তিরা হলেন খুলনার পাইকগাছার মিজান সর্দার(৪৫), রজব আলী(৫০) এবং শিশু ইব্রাহিম(৬)। আহত ব্যাক্তিরা উপজেলার খোকন মিয়ার(ঈশ্বরবা) ইটের ভাটার শ্রমিক। খবর পেয়ে ছুঁটে যান উপজেলার ফায়ার সার্ভিস ডিফেন্স এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শামসুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং আহতদের ফায়ার সার্ভিসের গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি আরো বলেন, আমরা সর্বদা মানুষের পাশে আছি, ভবিষৎ এ থাকবো। আপনারা প্রয়োজনে আমাদের অবশ্যই জানাতে পারেন (০১৯২১-১৭১৩৫৩)।
কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমেদ জানান, আহতদের মধ্যে একজন গুরুতর আঘাত পেয়েছে এবং দুইজন সম্পূর্ণ শঙ্কামুক্ত।

আহত মিজান সর্দার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।


No comments

Powered by Blogger.