দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী ইন্তেকাল:জাতীয় সাংবাদিক ক্লাব’র শোক

চিত্রা নিউজ ডেস্ক : দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দৈনিক মানবকণ্ঠের স্পোর্টস ইনচার্জ মহিউদ্দিন পলাশ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে “জাতীয় সাংবাদিক ক্লাব” কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ-সভাপতি মো: হারুন অর রশিদ, সহ সভাপতি মো: রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মো: হাসান আলী রেজা দোজা, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

No comments

Powered by Blogger.