কালীগঞ্জে ১৫০ জন গরীব দুঃস্থদের কম্বল দিলো রোটারী ক্লাব

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ জন গরীব,দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বর বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ার ও রোটারী ক্লাব অব কালীগঞ্জের যৌথ আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।রোটারী ক্লাব অব কালীগঞ্জ এর সভাপতি নাজমূল হুদা ডিলাক্সের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের সভাপতি সোহেল নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রোটারী ক্লাবের সদস্য শিবুপদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের সেক্রেটারী মশিয়ার রহমান, ক্লাবের সদস্য নাসির উদ্দীন টুটুল, মামুনুজ্জামান সোহাগ, কামরুজ্জামান, রবীন্দ্রনাথ ভদ্র, ওবাইদুর রহমান তুহিন প্রমুখ। রোটারী ক্লাব অব কালীগঞ্জের নেতৃবৃন্দ জানান, বেশ কিছু নীতি নৈতিকতা ও আদর্শ নিয়ে তারা কাজ করছেন। এর মধ্যে রয়েছে গরীব মেধাবী শিক্ষার্থদের বৃত্তি প্রদান, ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ প্রভৃতি।



No comments

Powered by Blogger.