ঝিনাইদহের আরটি কলেজের ম্যানেজিং কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার রায়চরণ তারিনীচরণ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি হাটগোপালপুর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কলেজের প্রভাষক জাকির হোসেন, পদ্মাকর ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি কারিম মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন. কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নিশান হোসেন, যুগ্ম আহ্বায়ক হিমেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রায়চরণ তারিনীচরণ ডিগ্রি কলেজের বর্তমান ম্যানেজিং কমিটি অবৈধ। গত কয়েক বছর যাবত তারা অবৈধ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোন প্রকার তফসীল বা ভোট ছাড়াই কমিটি গঠন করে কলেজের অর্থ আত্মসাত করে আসছেন। তারা আরও বলেন, বর্তমান অবৈধ কমিটি টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিচ্ছেন। তারা কলেজের অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সেই সাথে অবৈধ নিয়োগ বানিজ্যের প্রতিবাদ করেন।

No comments

Powered by Blogger.