মোবারকগঞ্জ চিনিকলে উদ্বোধনের ৩ ঘন্টা পরেই ব্রেক ডাউন
স্টফ রিপোর্টার:দক্ষিণ বঙ্গের একমাত্র ভারি শিল্প প্রতিষ্টান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল উদ্বোধনের ৩ ঘন্টা পর থেকেই প্রায় ১৫ ঘন্টা আখ মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। গত মাড়াই মৌসুমেও বার বার এ মিলে ব্রেক ডাউনে পড়ে আখ মাড়াই ব্যাহত হয়েছিল। সে সময়ে মিল বন্ধ থাকায় ক্ষেত থেকে আখ কেটে ক্ষেতেই শুকিয়ে নষ্ট হয়েছিল অনেক কৃষকের আখ। এ বছর গত ৭ ডিসেম্বর মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। কৃষকদের আশা ছিল এ মৌসুমে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। তবে উদ্বোধনের মাত্র ৩ ঘন্টা পরেই যান্ত্রিক সমস্যায় আবার ব্রেক ডাউন শুরু হয়েছে। এ ব্যাপারে আখচাষী ও মিলের শ্রমিকেরা বলতে শুরু করেছেন মিলে শনির দশাই ধরেছে। শুক্রবার বিকালে ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুম শুরু হলেও সন্ধ্যা ৬ টার দিকে যান্ত্রিক ত্রুটির কারনে আখ মাড়াই বন্ধ হয়ে যায়। মোবারকগঞ্জ সুগার মিলের কারখানা ব্যবস্থাপক শহিদুল হক জানান, উদ্বোধনের পরেই মিলহাউজের রিটার্ন কেরিয়ারে সমস্যা দেখা দেয়। এছাড়াও বয়লালের ৪ নং টিউব লিক ধরা পড়ে। যার কারনে আখ মাড়াই বন্ধ হয়ে গেছে। তবে, মেরামতের মাধ্যমে আবার চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, অনেক দিনের পুরানো এই সুগার মিল ফলে অনেক পুরানো যন্ত্রের কারনে ত্রুটি হতেই পারে।
No comments