ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা ও পরিচিতি অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি :একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার রাতে ঝিনাইদহ শহরের চান্দা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঝিনাইদহ বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জে.এম.মুছা নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি ইমতিয়াজ উজ্জল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ পারভীন আরা পপিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় ঝিনাইদহ বঙ্গবন্ধু সৈনিক লীগের একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি’র পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.